ঘাড়ে ব্যথা,যা হাতের দিকে যায়, বিশ্রাম নিলেও কমে না, রাতে বেশি হয়, আস্তে আস্তে হাত ও পায়ের শক্তি কমে আসে, পা ভারি মনে হয়, প্রস্রাব এর নিয়ন্ত্রণ হারিয়ে যায়, রোগী বিছানাগত হয়ে যায়, রোগ নির্ণয় এর জন্য MRI of cervical spine করা হলে এমন একটি চিত্র পাওয়া যায়, যা মেরুদন্ড এর একটি benign টিউমার, একমাত্র operation করে সরিয়ে দিলেই রোগী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে , operation কালিন tumor এর ছবি সংযুক্ত
